০৬ সেই এলক
নতুন বাড়িতে এসে উঠার পর একদিন ছেলে জেরেমিয়াকে নিয়ে মাছ ধরতে গিয়ে বাডি শুনতে পেল কারও কাতরানির আওয়াজ! নলখাগড়ার বনে ওরা পেল এক ইন্ডিয়ান শিকারিকে যে কিনা মারাত্মকভাবে জখম ও অচেতন। পরদিন তার জ্ঞান ফিরলে ওরা জানতে পারল এক এলক ওকে আক্রমণ করেছিল। এলক আমেরিকার এক ধরণের বন্য হরিণ যারা আকারে একটু বড় হয়। ইন্ডিয়ান শিকারি সুস্থ হয়ে তার ঘরে ফিরে গেলে জেরেমিয়া এলকটা শিকার করার প্রস্তাব দেয় বাডিকে। তারপর?
7th August, 2024 7:35 PM
Comments
No Comments!